ধর্মে কি
পাচ্ছি না খুঁজে!
ধর্ম শুধু
অলীক শান্ত্বনা সত্য কে পাই মিথ্যের সুখে।
ধর্মে কি
ধর্মে নেই শান্তির সিকিউরিটি,
ধর্মে গলদঘর্ম
ধর্মে নেই মানবতার মর্ম।
ধর্মে কি
ধর্ম মানেই মেকি,
অপরাধ- অন্যায়
ষোল আনায় ফাঁকি।
ধর্মে কি
ধর্মের চশমা পড়ে
মানুষের শুধু ক্ষতি-ই দেখি।
ধর্মে কিছু-ই নেই রে পাগলা
সব ধান্ধাবাজি,
আ- জীবন পাপাচার করে
শেষ বেলায় হও হাজী।
ধর্ম কি
জানি না ভাই,
মানুষ আছি মানুষ থাকতে চাই
ধর্ম দ্বন্দ্বে মানুষের মাঝে
বিভেদ ঢোল না বাজাই...