ধর্ম যদি রাজনীতির হাতিয়ার হয়
তবে ধর্মের নয়
মানুষের হবে ক্ষয়,
প্রকৃত পক্ষে ধর্ম দেশ, জাতি,
রাজনীতির জন্য নয়।
ধর্ম নিজের জন্য
মানুষের কাছে শূন্য,
ধর্ম দিয়ে করতে যেও না
মানুষের জীবন পূর্ণ।
ধর্মের যাতায়
মানুষ কে পৃষ্ঠ করো না,
জাত -পাতের দেয়ালে
মানুষ কে বন্দি করো না।
স্বর্গের নেশায়
উন্মাদ হয়ে
মানুষের মাঝে
ধর্মের মেশিনগান চালাও না।
তাতে করে শুধু মানুষের
ধংস হবে,
ধর্মের কিছু হবে না।
মানুষের স্বাধীনতা নিয়ে
খেলা বন্ধ করো।
তুমি মুসলিম,হিন্দু, খ্রিশ্চান,বৌদ্ধ
যে ধর্মের ধার্মিক ব্যক্তি হও না কেন,
নিজ ধর্ম কে সকলের সেরা
বানানোর যুদ্ধে
মানুষ কে মারো না।
মানুষের কোন জাত নেই
মানুষের কোন গোত্র নেই
মানুষের কেন রং নেই
মানুষের কোন ভেদাভেদ নেই
মানুষের পরিচয় রক্ত,চোখ -মুখ, হাত -পা দিয়ে।
হে ধর্ম তুমি দূরে থাকো মানুষ থেকে
মানুষ কে তোমার খাদ্য, বস্ত্র,বাসস্থান, স্বর্গ বানাও না।
তুমি ধর্ম মানুষের থেকে চলে যাও
তবেই মানুষ ভালো থাকবে....