ধর্ম মানুষ খায় জানে না কেউ
ধর্মের জন্য লড়ছি করছি ঘেউ ঘেউ,
এ ধর্ম সে ধর্ম কত যে ধর্ম
কোন ধর্ম বুঝেছে কি শান্তির মর্ম।
ধর্ম মানে উগ্রতা
ধর্ম মানে বর্বর'র সঙ্গী,
ধর্ম মানে শান্তির লয়
ধর্ম মানে মানুষের ক্ষয়।
ধর্ম যদি না থাকতো
থাকতো না কোন বিভেদ,
ধর্মের পক্ষে লড়ি
মানুষ মারি একে-অপরের বক্ষ করি ছেদ।
ধর্ম ভুলে মানুষ হও
ধর্ম মানুষের নয়,
ধর্ম ভুলে এক সাথে চলো
মনুষ্যত্বের হবে জয়।