হাসিনা-খালেদা দেশনেত্রী
রাখে না দেশের খবর,
প্রতিনিয়ত অনেক লোকের
দিতে হচ্ছে কবর!

আজ শুনি তনু ধর্ষণ
কাল শুনি অধ্যাপক হত্যা,
এভাবে আর কিসে দিবেন
জনগণের নিরাপত্তা?

ক্ষমতার মসনদ নিয়ে একে
অপরের বিরুদ্ধে করে চলছেন যুদ্ধ!
আপনাদের এমন কুটিল ব্যবহার দেখে
জনগণ হয়ে যাচ্ছে ক্ষুদ্ধ।

সাবধান! সাবধান!
ফিরে আসুন গণতন্ত্রের পথে,
তবে দেশে থাকতে পারবেন
আমার কথা নয়
জনগণের কথা বটে?

ভোর ৬.৩০-৬.৪৫
২৫.৪.২০১৬
সোমবার