দেখতে দেখতে বয়স শেষ
হলো না নামায পড়া,
আজ নামায পড়বো কাল নামায পড়বো
বলতে বলতে বাধর্ক্য দিচ্ছে তাড়া।
দেখতে দেখতে বয়স শেষ
যৌবন হারাচ্ছে তেজ,
এখনো ঠিক হলো না
জীবনের বেজ।
দেখতে দেখতে বয়স শেষ
এখনো সহস্র আশা বাকি,
কবে যেন চলে যাই না ফেরার দেশে
পৃথিবীর মায়া কে দিয়ে ফাঁকি।