হে নারী তোমার দেহ মানচিত্র
করতে চাই পরিষ্কার,
ভালবাসার চুমুতে
তোমার দেহ মানচিত্রে
সুখের ছোঁয়া করতে চাই আবিষ্কার।
হে নারী তোমার দেহ মানচিত্র
আমার ভালবাসার পবিত্র দেশ,
তোমার দেহ মানচিত্র
আমার পবিত্র চুমুতে
করতে চাই সতেজ।
হে নারী তোমার দেহ মানচিত্রে যেন
শত কোটি চুমু দিতে পারি,
তোমার দেহ মানচিত্রে
চুমুরত অবস্থায় যেন ভূলোক ছাড়ি......