১৬'ই ডিসেম্বর বিজয় দিবস
বাঙালির আনন্দের দিন,
এই দিনে বাঙালি পরাধীনতার কালি মুছে
হয়ে উঠে রঙিন।

১৬'ই ডিসেম্বর বিজয় দিবস
এই দিনে পাক বাহিনী আত্মসমর্পণ করে
হয়ে ভর্তা -সস।

১৬'ই ডিসেম্বর বিজয় দিবস
বাঙালির শ্রেষ্ঠ দিন,
এই দিনটির জন্য
রক্ত দিয়ে শোধ করতে হয়েছে স্বাধীনতার ঋণ।

১৬'ই ডিসেম্বর  বিজয় দিবস
এই দিনে বাঙালি সকল শোষণের হাত থেকে
পায় মুক্তি
১৬'ই ডিসেম্বর রচিত হয় ঐতিহাসিক চুক্তি।