ধর্মটা মানুষের বড় শত্রু
জানে না কেউ,
ধর্ম রোগে আক্রান্ত হয়ে
একে-অপররের সঙ্গে করি ঘেউ ঘেউ।

কেউ আমরা মন্দির ভাঙ্গি
কেউ ভাঙ্গি মসজিদ,
মানুষ হয়ে মানুষের ক্ষতি করি
দেখি ধর্মের হার-জিত।


ধর্মের বর্ম পরে
মানুষে মানুষ করি লড়াই,
আসলে আমরা কি মানুষ
কোন গুণে করি মনুষ্যত্বের বড়াই?

নিজ ধর্ম কে শ্রেষ্ঠ করতে
আমরা মানুষ ব্যস্ত,
এসো বিধর্মী মারি, নাস্তিক মারি
তবে-ই  ধর্ম আমাকে  স্বর্গে করবে ন্যস্ত...