ধর্ম মানুষের নয়
ধর্মে মানুষের ক্ষয়
ধর্ম বাঁচাতে মানুষ
একে -অপরের শত্রু হয়।
ধর্ম মানুষের নয়
ধর্মে মানুষের হবে লয়।
ধর্ম মানুষের ভয়
স্বর্গে লাভের আশায়
মানুষ ধর্মের কথা কয়।
ধর্ম মানুষের নয়
ধর্ম মানুষের বড় শত্রু
যে প্রকৃত মানুষ
সে কভু ধর্মের পথে নাহি রয়...