ধর্ম অস্ত্রের ভয় দেখিয়ে
ধার্মিক নেতা করে পুঁজি,
ধর্ম অস্ত্রের ভয়ে
আমরা ধর্মান্ধ থাকি মুখ আড়ালে গুঁজি...
ধর্ম মানুষের শত্রু
জানে না ধর্মান্ধ যারা,
ধর্ম যে ক্রমশই
মানুষের শান্তি কে করছে তাড়া....
ধর্ম ধর্ম করে হচ্ছি পাগল
ধর্মে কিছু নেই,
ধর্ম আমাদের নিত্য দিচ্ছে গোল
যত সম্ভব হে মানুষ ধর্ম কে ভোল....