সবাই কে ধার্মিক হতে দেখলাম
কাউকে মানুষ হতে দেখলাম না।
ধার্মিক হলে নাকি স্বর্গ পাওয়া যায়
জিহাদি হলে নাকি স্বর্গ নিশ্চিত।
নিজ ধর্ম কে শ্রেষ্ঠ বানাতে লড়াই চলছে
কখনো হিন্দু -মুসলিম লড়াই
কখনো ইহুদি - মুসলিম লড়াই
মানুষ মরছে কেউ আলহামদুলিল্লাহ বলছে
কেউ খুশি হচ্ছে কেউ স্বর্গ পেয়ে বসে আছে।
এ্যাত্ত ধার্মিক দেশে তবুও দেশে ভেজাল
এ্যাত্ত ভেজাল পণ্য কই থেকে আসে?
কেউ ধর্ম ব্যবসা করে হচ্ছে কোটিপতি
কেউ ধর্ম দিয়ে করছে মানুষের ক্ষতি।
শালা মানুষ কই মানুষ খুঁজে পাচ্ছি না।
আজকাল মানুষ মারলে ধর্মের জয়
যে যত মানুষ মারবে
সে ধর্মের তত প্রসার নাকি হয়।
ধর্মের চশমা পরে খুঁজি না ভাল-মন্দ
ধর্ম ধর্ম করে বাড়ই শুধু সংঘাত দ্বন্দ্ব।