ম্যাসেজ দেখেও লাপাত্তা
এমন হেন আদৎ আশা করিনি,
কেন যে ভুল করে আপনার দ্বারে
কড়া নাড়তে গেলাম তা অবিদিত?
-
ভেবেছিলাম আপনি আমায় ভালবাসেন
আপনার মন কুঠিরে ঠাঁই দিয়েছেন!
ভেবেছিলাম প্রেম দেবতা মদন দেউটি করে পাঠিয়েছে আমার জীবনে
কিন্তু,আমি বুঝতে পারিনি যে আপনি রায়বাঘিনী,প্রবঞ্চক!
অলীক খোয়াবে বিভোর ছিলাম
ভালবাসার রঙ তুলিতে মনে আপনার ছবি অঙ্কন করেছিলাম?
-
আমি আপনাকে পারিতোষিক দিতে পারিনি
আপনার পাবন্দ হতে পারিনি
আমায় প্রতীতি করতে পারেন নি?
অঢেল টাকা- পয়সা না থাকলেও
বেঁচে থাকার মতে সম্পদ-প্রতিপত্তি ছিল
ভালবাসার মতো মন ছিল!
শত- কষ্টে আপনায় সুখে রাখতাম?
-
আপনি হেজিঁপেজিঁ ভেবে জাত্যভিমানের হুঙ্কার ছাড়লেন
অশুচি ভেবে প্রহেলিকা করলেন?
ফুল্ল ভালবাসা কে বক্রোক্তি বচনে পর্যদুস্ত করে রাখলেন
আমার বাকস্ফূর্তি কেড়ে নিলেন?
-
ভাল থাকবেন কস্মিনকালেও আপনার মনের দ্বারে
আর কড়া নাড়ছি না,
আপনি ভাল থাকলে আমি ভাল থাকব
ভাল থাকবেন সুস্থ থাকবেন
শুভ কামনা সতত.........