তোমার ঠোঁটে
চুমুর ভোট দিতে চাই,
একটা, দুটো ভোট দিতে
পারবো না আমি
কমপক্ষে হাজার দশেক।

চুমুর ভোটে
তোমার ঠোঁটে
আ-জীবন
যেন দখলদারি করতে পাই।

তাই তোমার ঠোঁটে আজ
ভোট দিতে চাই,
লালার কালিতে
তোমার ঠোঁট সর্বদা উজ্জ্বল রাখতে চাই।

তাই আজ ভোট দিতে চাই
চুমুর ভোট
কমপক্ষে হাজার দশেক,
এই ভোট দিয়ে
তোমার শরীরের প্রত্যেক
অঙ্গ- প্রত্যঙ্গ জয় করতে চাই।
পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে
মস্তিষ্কের কেশদামের আগা পর্যন্ত।

তাই আজ ভোট দিতে চাই
একটা, দুটো চুমু নয়
কমপক্ষে হাজার দশেক
চুমুর ভোট,
তাই তোমাকে আজ ছাড়ছি না।
তোমার ঠোঁটে আজ ভোট দিবো
হাজার দশেক ভোট.....