চুমে চুমে
তোমাকে রাখতাম খুশি,
চুমুর বড্ড অসুখ
চুমু যে  প্রেম হারিয়ে  দোষী।

চুমুতে তোমায় রাখতাম
খুব তাজা,
চুমু আজ জেলে
পাচ্ছে ছলনার সাজা।

চুমে চুমে তোমার স্বাদ নিতাম
তুমি হাওয়া কত মিষ্টি!
তুমি আজ নেই
মনে কষ্টের বৃষ্টি।

-
হাওয়া= কবি তার ভূর্তপূর্ব প্রণিয়ীর কথা বলেছেন...