হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিষ্টান
বঙ্গমায়ের চার সন্তান,
ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করে
বঙ্গমাতা কে করো না অপমান।
বঙ্গমাতা হিন্দু,মুসলিম,বৌদ্ধ, খ্রিষ্টান
চার সন্তান কে দ্যাখে সমান চোখে,
চার ভাইয়ের কেউ কাউকে কষ্ট দিয়ে
বঙ্গমাতা কে রেখো না শোকে।
হিন্দু,মুসলিম,বৌদ্ধ, খ্রিষ্টান
তোমরা বঙ্গমাতার শক্তি,
একতাবদ্ধ হয়ে থাকো
সারা বিশ্ব বঙ্গমাতা কে করবে ভক্তি।