সুন্দরী ছেমড়ি বলে
করিস কত ঢঙ,
তোরে দেখলে ছেমড়ি
মনে লাগে রঙ।
জানি না ছেমড়ি তুই
কার হবি জান,
তোর ছবি দেখলেই
মন করে আন-চান।
তোরে পাওয়ার আশা
করি না আর
তোকে ভালবাসার বইতে
পারবো না ভার।
সুন্দরী ছেমড়ি তুই
পবিত্র তোর মন
জানি না কার মনে
করেছিস প্রেমের বীজ বপন।