চমৎকার দুঃখ আমার পারি না ভুলতে
দুঃখ আমার মিশে গেছে মনের মূলেতে।
দুঃখ আমার আপন সঙ্গী দুঃখ আমার সব
দুঃখ ছাড়া সবাই আমারে দেয় ঢব।
চমৎকার দুঃখ আমার যায় না সে ছেড়ে
আনন্দ একটু আসলে দুঃখ যায় তেড়ে,
দুঃখের ভালবাসায় মুগ্ধ আমি
দুঃখের ভালবাসা আমার কাছে সব থেকে দামি।
চমৎকার দুঃখ আমার দিলো না আমায় ধোকা
আজীবন রইল আমার কাছে হয়ে বোকা।
দুঃখের সততা আছে সুখের সততা নাই
চমতকার দুঃখ তাই আজীবন চাই।