চাহিদা যত্ত পূরণ হয়
ততই চাহিদা বাড়ে,
চাহিদা কারো পূর্ণ হয় না
যদি সে না মরে।

মানুষের চাহিদা আছে
থাকবে চিরকাল,
চাহিদার মোহে বন্দি
মানুষের অতীত -বর্তমান-ভবিষৎকাল।