তুমি ব্যস্ত বালিকা
বেডা মানুষে তোমার ফেসবুক ভরা,
আমি তো বিএফ না যে তোমার
ম্যাসেজ করার থাকবে তাড়া?
তুমি ব্যস্ত বালিকা
শশকের মত চঞ্চল,
ঘুরে- ফিরে বেড়াও
সব পুরুষের মনের অঞ্চল।
তুমি ব্যস্ত বালিকা
অধুনা যুগের মানো ট্রেন্ড,
বেডা মানুষে ফেসবুক ভরা
সহস্র তোমার ফ্রেন্ড।
-
দেবী স্যান্ডালিনা স্মরণে
ট্যাগ: এ যুগের কবিতা, আধুনিক কবিতা
24/11/2023
10:38 pm