ব্রাক লোন করতে চাইলাম
হলো না ব্রাক লোন করা,
সত্যি কথা বলছি তাই
হয়তো ব্রাক সদস্যের মনমরা।
ব্রাক নিজেদের মনে করে
সব থেকে বড় ঋণদাতা সংস্থা,
তেলুয়া মাথায় তেল দেয়
সঠিক লোকের থাকে সেই দূরাবস্থা।
ব্রাক লোন নিতে চাইবো না
আর কোন দিন,
দাম্ভিক আচরণে
ইচ্ছা জাগে না থাক না নেই ঋণ।
ব্রাক লোন নিতে চাইবো না
থাক! নেই আর টাকার প্রয়োজন,
ব্রাক তুমি পরোপকারী হও
ভালো করে লোক চেন কে মন্দ কে সুজন।
ব্রাক তুমি মুক্ত চাই না আর
তোমার টাকা,
ভালো খাই! ভালো পরিধান করি
যদিও পকেট থাকে না পুরো ফাঁকা।
ব্রাক তোমার জন্য
বন্ধু সালমান অনেক করেছে দৌড়ঝাঁপ,
বন্ধু কে আর না জ্বালাই
বক্ষে লাগে অনুতাপ।
ব্রাক জানি আমার জন্য হবে না
তোমার কিছু,
ব্রাক তুমি আরো বড় হও
ছুটছি না তোমার পিছু....
#ব্রাক নিয়ে কবিতা
#ব্রাক লোন
#ব্রাক
#ব্রাক ব্যাংক
* আমি জানি আমার এই কবিতা একদিন কোটি কোটি ভিউ ছাড়িয়ে যাবে
হয়তো কোন ব্রাক সদস্য দেখবে....
10/07/2023
3:21 pm