বউয়ের জ্বালা বাড়ছে ভাই নিত্য
বউ খেয়েছে মোর চিত্ত,
বউয়ের ঘ্যানঘ্যানি আর লাগে না ভালো
বউ খেয়েছে আমার স্বাধীনতার আলো।
বউয়ের ভয়ে পারি না কোন চড়া কথা বলতে
বউ কে বলতে হয় কোথাও গেলে চলতে,
বউ মোরে দিচ্ছে না শান্তি
বউয়ের খান- খোরাকে নেমেছে দেহে ক্লান্তি।
বউয়ের স্বভাব দেখলে মাথা হয় গরম
বউয়ের গোলাম হয়েছি বড্ড পাচ্ছি শরম,
বউয়ের কথা না শুনলে দেখায় পুলিশ ভয়
বউয়ের কথা শুনতে হবে সরকার যে নারীময়।
বউ মোরে বানাইছে আস্ত একটা বলদ
বউয়ের সব কথা শুনতে হবে করা যাবে না গলদ,
বউয়ের শাসন থেকে কবে পাবো মুক্তি
বউ যে কবে করবে ভালবাসার চুক্তি।