বর্ষা বেরা
কেমন আছো?
কাটছে কেমন দিন
তুমি তিলোত্তমা বলে কি আমি
তোমার থেকে বার্তা নেই ঋণ.....?

বর্ষা বেরা
তোমার মনটা কি
ভালবাসায় ভরা?
একটু ভালবাসা ধার দাও
আমার মনটা করে নেই মিঠেকড়া।

বর্ষা বেরা
তুমি তো অধরা,
তাই আমার ভাগ্যটাই পোড়া
বর্ষা বেরা
জানি না কবে তোমার হাতে হাত রেখে
করবো ঘোরা -ফেরা?

যদিও আমি কখনো
তোমায় ভালবাসতে পারবো না,
ধর্মের দেয়াল
দেশের দেয়াল আমার চারপাশে ঘেরা.....




.....

পশ্চিম বঙ্গের মেয়েটির জন্য মনে প্রেম জন্মেছিল
যদিও কপালে নেই....