বয়স সাত না হতেই
মেয়েদের বোরকার জেলে বন্দি করে
ধর্ম।
বোরকা যেন মেয়েদের
আসল সঙ্গী
স্কুল, কলেজ,মাদ্রাসা
সব জায়গায় বোরকা বন্দি মেয়ে ছাড়া মেয়ে ভাবা অসম্ভব!
বোরকা মেয়েদের যৌবন খায়
বোরকা মেয়েদের স্বাধীনতা খায়
বোরকা মেয়েদের জ্ঞান খায়
এক কথায় বোরকা মেয়েদের খায়।
তবুও বোরকা জনপ্রিয়
ধর্ম কোম্পানি এন্ড কোং এর কাছে,
যতদিন বোরকায় খোপরে থাকবে
মেয়েরা
ততদিন ধর্ম,সমাজপতি,রাজ করবে
সকল ভয়েরা....
হে মেয়েরা বোরকা ছাড়্
বোরকা ছাড়লে কেটে যাবে
সকল আধাঁর....