বর্বর সমাজে করি বাস
যেখানে নারী মানেই লাশ
নারীর নেই কোন দাম
নারী মানে এই বঙ্গ সমাজের বদনাম।
নারী এ ধরার রানী
আমরা পুরুষ সমাজ কেন না মানি?
নারীর জন্য চলে ধরা
নারীর জন্য সকল কাজ-কর্ম করা।
নারীর কত মূল্য
দেখ পশ্চিমা দেশে!
এই দেশে দাঁড়ি-টুপির তলায়
নারীর নারীত্ব পিষে।
নারীর মূল্য কই
নারী দু-একটা প্রেম করলে
নারী নিয়ে হই-চই।
নর-নারীর সমতা হোক সকল কাজে
বর্বর সমাজের টোপরে নারীরা বাজে....