তুমি আমার বনলতা সেন
তুমি আমার হাওয়া,
তোমার কাছে ছিল শুধু
ভালবাসা চাওয়া।

গাড়ি -বাড়ি, টাকা -পয়সা
কোন কিছু চাইনি তোমার থেকে,
শুধু একটু ভালবাসার আশা
আদর- সোহাগ সর্বাঙ্গে তোমার দেবো মেখে।

তুমি নারীতে পেতাম ভালবাসার স্বাদ
আর তুমি দিলে মনে কঠিন আঘাত,
কত আশা ছিলো দিনমান করতাম সেক্স
তুমি এখন অনেক দূরে প্রেম পরিভাষায় এক্স।

আমি পারতাম অন্য নারীর
সঙ্গে  খেলতে প্রেম খেলা,
কিন্তু সেখানে নেই মনের মিল
কিভাবে ঘুঁচবে মনের জ্বালা?


যদি সানি লিওন,মিয়া খলিফা,
কিম কার্দাশিয়ান এসে করে রঙ্গ
তবুও মনে শান্তি আসবে না
তুমি যে চিত্তের সাথে দাও সঙ্গ।

#বনলতা সেন কবিতা

07/05/2024 6:00 pm

এখানে হাওয়া বলতে কবি তার প্রেমিকাকে বুঝিয়েছেন.....