বন্ধু মানে একে-অপরের
পাশে থাকার প্রত্যয়,
বন্ধু মানে
একে- অপরের ভয় কে জয়।

বন্ধু মানে
একে-অপরের
পরিপূরক হয়ে চলা
বন্ধু মানে
একে-অপরের সুখ দুঃখের কথা বলা।

বন্ধু মানে
একে-অপরের এক মন এক প্রাণ
বন্ধু মানে
একে-অপরের কন্ঠে ঐক্যের তান...