বন্ধু মানে
ফাইয়াজ ইসলাম ফাহিম
বন্ধু মানে একে-অপরের পরিপূরক
বন্ধু মানে পাশে থাকা
বন্ধু মানে এক মন
বন্ধু মানে বিপদে পাশে ডাকা।
বন্ধু মানে একতা
বন্ধু মানে সৌহার্দ্য- সততা
বন্ধু মানে বন্ধন
বন্ধু মানে মনের নন্দন।
বন্ধু মানে জাত-পাত ভুল
বন্ধু মানে এক মূল
বন্ধু মানে বিভেদ দূর
বন্ধু মানে এক বাঁশির সুর।
বন্ধু মানে প্রলয়
বন্ধু মানে বিপদের ভয়
বন্ধু মানে অনুরাগ
বন্ধু মানে হই- হুল্লোড় রাগ।
12/07/2023
1:37 pm