তোমার বক্ষের বোমায়
বিস্ফোরিত করতে চাই এই মুখ,
কেন তোমায় চুমে চুমে
আত্মা খোঁজে সুখ।
তোমার বক্ষের বোমায়
কেন সুখ জমা,
কেন তোমার বক্ষ ছুঁইলে
শরীরে ফাটে যৌবন বোমা।
তোমার বক্ষের বোমায়
নিজেকে করতে চাই শেষ,
বারংবার বক্ষের বোমায় পুড়বো
দেখতে চাই কত তার তেজ।