প্রিয়ার মুখ দেখবো বলে
শত কোটি টাকা দিতে চাইনি,
সহস্র কবিতা দিতে চাইলাম
তবুও প্রিয়ার মুখ দেখার সৌভাগ্য হল না।
.
শুধু একবার দেখবো বলে
কত অনুনয় করলাম
কৃতাঞ্জলিপুটে বিধাতার কাছে কত অর্চনা করলাম,
তবুও প্রিয়ার মুখ দেখার সৌভাগ্য হলো না
প্রিয়াকে যতই বলি
প্রিয়ার রুপ ততই যায় গলি।
.
প্রিয়ার মুখ দেখবো বলে
একটি বই উৎসর্গ করতে চাইলাম
তবুও প্রিয়ার মন পেলাপ না
প্রিয়ার হেমাঙ্গ, তাই বুঝি এ্যাত্ত দাম
নচেৎ বারংবার অবহেলা করতো না।
.
তার মনে বুঝি অশনি ফুটে
যদি আমি দেখে অন্যের কাছে যাই ছুটে।
.
প্রিয়ার মুখ দেখলে বুঝি ঝলসে যাব
পুড়ে যাব তার রুপের অনলে,
তার গাম্ভীর্য দেখে
মন পুড়ে ক্রোধানলে?