প্রিয় মারিয়া,
তোমার অপেক্ষায় বসে আছি আর তুমি ম্যাসেজ সিন করে যাচ্ছো কোন সাড়া নাই,গতরাতে আমার ঘুম হয় নাই,তোমাকে ভেবেই রাত শেষ।আমার মনে হয়, তোমার হয়তো কথা বলার স্পৃহা নেই। তবে, আমি জানি, জীবন খুব ব্যস্ত হয়ে যায় মাঝে মাঝে, গতরাতে দৈবাৎ চলে গেলে একটু বলে যেতে পারতে।
কথা বলার সময়টুকু পেলে, কথা বলিও। মনে হয়, ছোট ছোট বিষয়গুলোই কখনো কখনো বড় হয়ে যায়।
আচ্ছা, আমি হয়তো বেশি ভাবছি তোমাকে। যার দরুন হয়তো বেশি বিরক্ত করতেছি।
তবে বেশি বিরক্ত করা ঠিক হবে না,তোমার সহস্র শুভাকাঙ্ক্ষী আছে তাদের থেকে কাউকে বিবাহ করিও বা ভালবাসা দিও,আমি নাহয় দূর থেকে ভালবাসি। তবে আমি শুধু চাইবো তুমি ভালো থাকো, যেখানেই থাকো। তোমার হাসি যেন সারাক্ষণ মুখে লেগে থাকে। সব সময় তোমার জন্য শুভকামনা থাকবে।
তোমাকে আগামী দিনের পরিকল্পনায় বা সব কিছুতেই তোমার উপস্থিতি আমি অনুভব করতে চাই।
তুমি অসাধারণ, এবং তোমার সাথে কথা বলার সুযোগ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।
তুমি যতটা সম্ভব যোগাযোগ রেখো, আর আমি অপেক্ষা করব। আজ আর বিরক্ত না করি হয়তো অন্য কোনদিন বিরক্ত করবো।তোমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না....
ভালো থেকো!
— ফাইয়াজ ইসলাম ফাহিম
০৪/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ