বিদ্রোহী দমামা উঠরে বাজি রণাঙ্গনে
যাব আজি,
আর থাকব না ঘরে বসে
জয়ের কেতন উড়াও ঐ নীল আকাশে।
রুখব এবার অসুর লীলা
ভাঙ্গ রে ভাঙ্গ অন্যায়ের পাথর শিলা,
থাকব না আর ভয়ে নুয়ে
বিদ্রোহী অনল জ্বালা
সব যাবে খুয়ে।
ওহে নবীন ওহে প্রবীণ
আয় বিদ্রোহীর ছায়া তলে
নয়ত এ বঙ্গ থাকবে না
চলে যাবে রসা তলে।
তোরা জ্বালা জ্বালা
বিদ্রোহী আলা
ন্যায় কে মুক্তি দিতে
করিস নে হেলা।