হে বাংলার অবুঝ জনগণ
কেন ভারত কে ভাবো দুষমন,
ভারত আমাদের বন্ধু রাষ্ট্র
ভারত ছাড়া এই বাংলাদেশ আড়ষ্ট।
ভারত ছাড়া নেই কোন গতি
ভারত বাংলাদেশের দ্যুতি,
ভারত না থাকলে বাঁচবে কি করে
ভারত না থাকলে যাবি মরে।
ভারত রপ্তানি করে বলেই
খেতে পাই ভালো-মন্দ,
ভারত রপ্তানি না করলে
বউয়ের সঙ্গে লেগে থাকতো দ্বন্দ্ব।
ভারত বাংলাদেশের জন্মলগ্ন
থেকে আছে পাশে,
ভারত আছে বলেই
এই বাংলাদেশের মানুষ হাসে।