আমি যতবার ব্যর্থ হই
ততবার জিতে চাই,
ব্যর্থতা আমায় ভুল বুঝিয়ে দেয়
আপন -পর চিনিয়ে দেয়
ব্যর্থতা আমায় শক্তি দেয়
ব্যর্থতা আমায় মনুষ্য সর্প কে
দেখতে দেয়।
ব্যর্থতা আমাকে সামনে অগ্রসর হতে
অনুপ্রেরণা দেয়।
ব্যর্থতা আমার জয়ের বাসনা কে দীপ্ত করে তোলে।
আমি কখনো ব্যর্থ হই না
যতবার ব্যর্থ হই
ততবার জয় আমার সঙ্গে মিত্রতা করতে আহ্বান করে।
আসলে আমি কখনো ব্যর্থ হই না
যতবার ব্যর্থ হই,
ততবার শক্তি পাই
জয়ের পথ খুঁজে পাই।
হে ব্যর্থতা তোমায় সম্মান করি
তুমি আমার সফলতার একমাত্র পথ..