৩০লক্ষ শহীদ ২লক্ষ
মা-বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা,
স্বাধীনতা আজকে থমকে দাঁড়িয়েছে
হারিয়ে মানবতা।
স্বাধীনতার বজ্রকন্ঠ আর যায় না শোনা, স্বাধীনতা আজ বাংলার
পথে প্রান্তরে ঘুরে-ফিরে বেড়ায়,
যায় নাকো তারে চেনা।
অপশক্তি,রাজাগার বিতাড়িত কর বাংলা থেকে,
স্বাধীনতা আবার জাগ্রত হবে উঠবে বিশ্ব কেপেঁ?
স্বাধীনতার বিজয় সৃর্য আর হবে না অস্ত,
সুখী দেশ পড়ার প্রত্যয়ে হবে মানুষ ব্যস্ত।