বালিকা তোমার চোখের তারায়
আমার ছবি আঁক
দিনমান ভালবাসতে
আমায় তুমি ডাকো।

বালিকা আমি তোমার
মন মাজারে'র হতে চাই মুরিদ
দিনমান মনে থাকতে চাই
করতে চাই তোমার সঙ্গে পিরিত।

বালিকা আমায় তুমি
কখনো যেও না ভুলে
তব আমি শান্তি পাবো না
বিদ্ধ করো না আমায় কষ্টের শূলে।