উষ্ণ বালিকার কায়া
কেড়ে নিচ্ছে হায়া
ফেলছে মনে ছায়া
বাড়ছে আমার মায়া।
উষ্ণ বালিকা
দেখলেই লাগে ভয়,
কখন জানি কি হয়
উষ্ণ বালিকা যে যৌবনময়!
উষ্ণ বালিকা থেকে
থাকতে চাই দূরে,
উষ্ণ বালিকার ফাঁদে পড়লে
যাবো যে লজ্জায় মরে।
উষ্ণ বালিকার
বড্ড বেশি ধক্,
উষ্ণ বালিকা বারংবার দেখলে
লাগবে প্রেমের শক.....