আওয়ামী লীগ না থাকলে থাকবে না এই দেশ
বিএনপি -জামাত জঙ্গী করবে শেষ,
আওয়ামী লীগ মানবতার কথা বলে
বিএনপি -জামাত উগ্রবাদীর দলে।

আওয়ামী লীগ না থাকলে এই বঙ্গ হবে
আফগানিস্তান,
বিএনপি-জামাত ধর্ম ব্যবসা করে
ধর্ম কে করে অপমান।

আওয়ামী লীগ না থাকলে দেশে সাম্যের
হবে ক্ষয়,
আওয়ামী লীগ না থাকলে
হবে না আপামর জনতার জয়।

আওয়ামী লীগ না থাকলে  দেশের থাকবে না দাম
বিএনপি -জামাত দেশের করে শুধু বদনাম,
পশ্চিমাদের পা চাটা যাদের পেশা
তারা কিসে করে ক্ষমতার আশা?

আওয়ামী লীগ না থাকলে দেশ হারাবে পথ
বিএনপি -জামাত মানেই বিপদ,
আওয়ামী লীগ আছে থাকুক চিরদিন
আওয়ামী লীগ না থাকলে এ বঙ্গে বাজবে দুঃখের বীণ।

01/09/2023
4:30 pm