" পর কে বিশ্বাস করো
নিজ আত্মীয় কে নয়
এ যুগের আত্মীয়রা
কাল সাপ হয়"
"নিজ আত্মীয় যদি
শত্রু হয়
পাবে না কখনো জয়
তোমার এগিয়ে চলার পথ করবে ক্ষয়"
" আত্মার আত্মীয়
পাবে না এ যুগে,
মুখে বলবে ঠিক আছে
আর শূল মারবে বুকে"
" আমার আত্মীয় টাকা
খালুর দাস,
তাই আমার আজ
মহা সর্বনাশ"