তোমরা আস্তিক
ধর্ম নিয়ে করো লড়াই,
ধর্ম -ধর্মে সংঘাত করো
মানুষ মেরে করো ধর্মের বড়াই।
তোমরা আস্তিক
বিভিন্ন ধর্মে তোমাদের বিচরণ,
নিজের ধর্ম প্রকৃত বলে
ধর্মে ধর্মে যুদ্ধ করে সহস্র মানুষের নিশ্চিত করো মরণ।
তোমরা আস্তিক অধিক
তোমাদের বিশ্বাস,
কেউ তোমাদের
বানোয়াট বললে মারামারি করে বন্ধ করে
দাও তার নিঃশ্বাস।
তোমরা আস্তিক
পরকাল নিয়ে করো নাচানাচি,
যে পরকার বিশ্বাস করে
সে তোমাদের কাছে শুচি...
তোমরা আস্তিক নিজেদের ভাবো শ্রেষ্ঠ
কেউ ধর্ম বিশ্বাস না করলে
তাদের বলো নিকৃষ্ট।
তোমাদের আস্তিকের গুণ মানুষ খুন.....
(আমিও একজন আস্তিক আমি স্রষ্টা বিশ্বাসী তবে ধর্ম বিশ্বাসী নই)