অশ্লীল কবিতার জনক
বলে আমায় উপহাস করো না জনগণ,
তুমি আমি সবাই
অশ্লীলতার মহাজন।
আমার কবিতায় অশ্লীল কই
আমার কবিতা ফোটায়
ভালবাসার খই।
আমার কবিতা অশ্লীলতা
মনে জাগায়,
আমার কবিতা ভালবাসার শান্তি
নর-নারীর মনে ঠাপায়।
আমি অশ্লীল কবি
বলছো কেন মিছে,
আমার কবিতা না পড়লে
তোমার ভালবাসা মিছে.....