হে তিলোত্তমা অবলা তোমার কি একটু ভালবাসার ইচ্ছা নেই আমাকে
তুমি কি পারঙ্গম নও্ ভালবাসায়,
আমি তোমার পাবন্দ
তবুও কি তোমার মন গলে না হে তিলোত্তমা অবলা।
দু'দিনের পৃথিবীতে কি চাও তুমি হে তিলোত্তমা অবলা
টাকার শেওলা জমেছে কি তোমার মনে?
আমি জানি টাকা ছাড়া এ বিশ্বব্রহ্মাণ্ডে বেঁচে থাকা দূূর্নিবার
টাকা ছাড়া কোন সম্পর্কে হয় না সব কিছু ছাড়খার।
আমি টাকার প্রতি কখনো আসক্ত নেই তিলোত্তমা অবলা
কত টাকা দান করেছি অনেক কে করেছি সবলা।
আমি শুধু তোমার প্রতি আসক্ত,
তোমার ভালবাসার প্রতি আসক্ত
তোমার মিষ্টি হাসির প্রেমে আসক্ত
তোমার কন্ঠের প্রেমে আসক্ত
তোমার হেমাঙ্গের জন্য আসক্ত হে তিলোত্তমা অবলা?
.
২২/০৬/২০১৮