দাঁড়ি- গোঁফ গুলো কেমন জানি হয়ে গেছে

বড় না ছোট তা জানি না,

বহুদিন ধরে আয়নায় মুখ দেখি না

আগের মতো আর সাজুগুজু করি না

ডালের প্রলেপ পড়েছে বুঝি গালে

কেমন যেন মুড়ির মতো চড়চড় করছে?।

জেল গুলো পড়ে আছে কতদিন ধরে  জেলগুলোও বুঝি আমার মতো অসহায় ওর বুঝি কেউ নেই,

মাথার চুল গুলো রাগ করে আছে

শ্যাম্পু করি না,জেল দিয়ে ওরে সাজাই না

তেল দিয়ে ওরে রাঙ্গাই না কেমন জানি রেগে আছে চুলগুলো
?

বডিটা শুকে গেছ খাওয়ার কেন জানি রুচি নেই

গোশত্, মাছ,কিছুই ভাল লাগে না,

বডির জন্য কত না কিছু করতাম

সকাল - দুপুর কত না ব্যায়ামে করতাম?

দৈনিক দুটো করে ডিম খেতাম

বডি বিল্ডার হওয়ার আশে!


আজ কেন জানি মনে হয় বডিটা চুপসে যাচ্ছে

রাগ করেছে বুঝি,

প্রিয়তমা রেগে আছে তার সাথে শরীররের অঙ্গ- প্রত্যঙ্গ  সবাই

কবে এদের রাগ ভাঙ্গবে তা অবিদিত?


কেমন জানি অসহায় পড়েছি

ঘুমাতেও পারি না চোখ দুটোয় যেন ক্লান্তের ছাপ,

মনে হয় কত কাজ করি অথচ কোন কাজ করি না,কাজ করতে পারতে পারলে তো করবো?

নিঃসঙ্গতা ঘুচতে কবিতার সঙ্গে প্রেম করি

সেই প্রেমে মনে শান্তি পাই?

তবে দেহের শান্তি পাই না কবিতার তো দেহ নেই

তাই আমারো বুঝি কেহ্ নেই,

তবে কবিতার প্রেম নিয়ে সন্তুষ্ট

ও তো রাগ করে না,সব সময় ভালবাসে, মনে বাস করে?


কেমন জানি হয়ে গেছে জীবনটা

মাঝে মাঝে শরীরে চিঁমটি কেটে দেখি

আমি মৃত না জীবিত

কারণ জীবন্ত লাশ বলে কথা

এ্যাকে বারেই অসহায় হয়ে পড়েছি?