আমি মানুষ বুঝি
কোন জাত বুঝি না,
আমি ভালবাসা বুঝি
বিবাহ কি বুঝি না।
আমি তোমাকে বুঝি
আর কিছু বুঝি না,
আমি আনন্দ বুঝি
আমি দ্বন্দ্ব কি বুঝি না।
আমি নারী বুঝি
কে বালিকা কে বুড়ি তা বুঝি না,
আমি তুমি স্বর্গ কে বুঝি
তুমি যদি নরক হও তা আমি খুঁজি না।