১.
আমি কবি নই
নই মহাকবি,
শুধুমাত্র লিখনির
মাঝে তুলে ধরি
সত্য-মিথ্যার ছবি।

২.
হাজার হাজার
কবির মাঝে হবে কি মোর ঠাঁই,
আমি তো কবি নই
ভস্ব স্তূপের ছাই।