আমি খুব ভালো আছি
তোমার থেকে খুব
নিত্য নতুন মেয়েরা
আমার প্রেমে দেয় ডুব।
আমি খুব ভালো আছি
কাটছে দিন ভালো
আমি এখন হয়েছি
অনেক মেয়ের চোক্ষের আলো।
আমি খুব ভাল আছি
কেউ করে না আর অপমান
দিন যতই যায়
ক্রমশই বাড়ছে আমার সম্মান।
আমি খুব ভাল আছি
হয়তো তোমার থেকেও বেশি,
মনের খুশিতে তাই
সব কথাতেই খিলখিল হাসি।