আমার কুল কিনারা কিছু নেই
আমি যে কচুরিপানা
কখনো পদ্মার জলে
কখনো যমুনার জলে
শুধু ভেসে ভেসে বেড়াই
কখনো পদ্মার টেউয়ের তরঙ্গে ভেঙ্গে যায় বক্ষ?
আমি চিৎকার করতে পারি না
আমার শক্তি নেই সামর্থ্য নেই
আমি যে কচুরিপানা।
কখনো ঘূর্ণিপাকে চলে যাই নদীর অতলে
আবার কখনো ভেসে উঠি!
শামুকের চুমুকে সদ্য কচুরিপানা হয়ে উঠি
মৎস্য কন্যার সঙ্গে প্রেম করি চুনোপটি?
আমি কচুরিপানা
শুধু ভেসে ভেসে বেড়াই
আমার কোন গড়িমা নেই
জাত- পাতের বড়াই নেই
আমি যে কচুরিপানা!
যে যেমন করে আমায় ব্যবহার করে করে
তবুও আমি কিছু বলি না
আমার যে শক্তি -সামর্থ্য কিছু নেই
আমি যে কচুরিপানা.....