চোখের কি দোষ বল
দেখতে চায় তোমাকে,
দৃষ্টির কি দোষ বল
ভাল লাগে তোমাকে।
প্রভুর হচ্ছে দোষ
অনন্ত যৌবনা-বানিয়েছে তোমাকে,
মনের কি দোষ বল
মন চায় তোমাকে।
হূদয়ের কি দোষ বল
সুন্দর লাগে তোমাকে,
আমার কি দোষ বল
ভালবাসি তোমাকে?
-কবিতা হয়নি শুধু আবেগ-