আমার আপন বলে কেউ নেই
সবাই আমার আপন সাজে
কিন্তু কাউকে পেলাম না
আমার ভালো- মন্দ কাজে।
আমার আপন বলে কেউ নেই
আমি হলাম বন্ধু'র সাইনবোর্ড,
যদি কারো থেকে সহযোগিতা চাই
সে মনে পায় বড্ড চোট।
আমার আপন বলে কেউ নেই
আসলে আমি শূন্য,
হোমড়াচোমরা ব্যক্তি নই
যে কারো জীবন করবো পূর্ণ।
আমার আপন বলে কেউ নেই
আমার আপন'রা খুব দামী ,
আসলে আমার আপন কেউ নেই
আমি আমার আপন জানে অন্তর্যামী ।