আমার ভালবাসা ভাল নেই
ভালবাসার মুখে চিন্তার ছাপ,
কেমনে তার ভালবাসারে রক্ষা করবে
এই চিন্তায় বিভোর আমার ভালবাসা।
আগের মতো আর আবেগী
কথা বলতে পারে না আমার ভালবাসা,
বাস্তবতা দিনমান গ্রাস করছে
তার আবেগ গুলো কে।
আমার ভালবাসার অবস্থা আজ করুণ
ভালবাসার রঙ্গ - চঙ্গ
নেই বললেই চলে,
বাস্তবতা ভালবাসার সব কেড়ে নিচ্ছে
তবুও ভালবাসা মাথা চ্যারা দিয়ে উঠে
যেমন গোবরে পদ্ম ফোটে।
ভালবাসা নাকি বাস্তবতার কাছে
হার মানবো না,
বাস্তবতার চেয়েও দূর্বিষহ হতে চায় আমার ভালবাসা
সব চিন্তা উপেক্ষা করে
বেঁচে থাকতে চায় দাপটে।
আমার ভালবাসা ভাল নেই
ভালবাসার মুখে চিন্তার ছাপ,
তবুও ভালবাসা বাস্তবতা থেকে
চায় পরিতাপ।
ভালবাসা দিয়ে পর্যদুস্ত করতে চায় বাস্তবতা কে।
আমার ভালবাসা ভাল নেই
ভালবাসার মুখে আজ চিন্তার ছাপ?