হতাশার বিবরে পতিত হয়েছি
যেদিকে তাকাই মহা তম্রিসায় আচ্ছাদিত,
একটু আলোক রশ্মি নেই যে
আমার জীবন রাঙিয়ে দিবে?
লাল,নীল,হলুদ,কমলা,আরো কত যে আলোক রশ্মি যে এসেছিল
আমার জীবনে
কিন্তু, কেউ পূর্ণ আভা দিতে পারে নি।
অক্ষক্রীড়া খেলেছে যখনি কোন আভা কে
অঙ্গে মেখে সুখ খুজতে যাই ঠিক তখনি
হতাশার বিবরে পতিত হই?